লেকে পানি সংকট, বন্ধ হতে পারে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সংকটে পড়েছে। কাপ্তাই লেকে পানি আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে। পানির অভাবে যে কোন মুহূর্তে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হবার শঙ্কা দেখা দিয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকে পানি দিন দিন হ্রাস পাচ্ছে। ৫টি ইউনিট চালু করে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে আমরা শুধু মাত্র ১টি ইউনিট সচল রেখে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। তিনি বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে এখন (২৮ মার্চ) পানি থাকার কথা ৮৮.৬৮ ফুট মীন সী লেভেল। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৭৬.৪৯ ফুট মীন সী লেবেল। পানির পরিমাপ ৭০ ফুট মীন সী লেভেলে নেমে আসলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে হবে। কেননা এই লেভেল পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না।

ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত কাপ্তাই লেকে পানি বৃদ্ধি হবার সম্ভাবনা নেই। আর লেকে পানি না বাড়লে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সুযোগ নেই। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এখন আকশের দিকে চেয়ে আছেন কখন ভারী বৃষ্টি নামবে আর কখন কাপ্তাই লেক পানিতে ভরে উঠবে।

পূর্ববর্তী নিবন্ধসার্ভিকাল ক্যান্সার চিকিৎসায় সফল সার্জারি
পরবর্তী নিবন্ধক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হলে সব পক্ষ উপকৃত হবে : তথ্যমন্ত্রী