লিটল এঞ্জেলস  গ্রামার স্কুলে বই বিতরণ উৎসব গত ৫ জানুয়ারি  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. সুরাইয়া নাজনীন। সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক নারগিস সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন  অধ্যক্ষ লায়ন রেবেকা নাসরিন।
প্রধান অতিথি পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য ঐতিহাসিক, জীবনী ও উপদেশমূলক বই পড়ার আহবান জানান। বই বিতরণ  শেষে নতুন বছরকে স্বাগত জানিয়ে  কেক কাটা হয়। এতে প্রায়  দেড়শত  শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ  উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
