লায়ন এম আর সিদ্দিকী শুধু ব্যক্তিই নন, একটি প্রতিষ্ঠান

স্মরণ সভায় বক্তাদের অভিমত

| রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশে লায়নিজমের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী লায়ন মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান ও লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের রিজিওন চেয়ারপার্সন ক্লাবস লায়ন ডা. গোপাল ভট্টাচার্য। বক্তব্য রাখেন প্রাক্তন ক্লাব সভাপতি ও জেলার রিজিওন চেয়ারপার্সন লায়ন এস কে পালিত, সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি ও জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, প্রাক্তন ক্লাব সভাপতি ও জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, ক্লাবের সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা এবং লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও শাহারিয়ার কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ফেরদৌস খান, অনুপম মজুমদার, লিও অদিতি বড়ুয়া, শেখ মুনতাসির, মাহমুদুন্নবী রানা, মিনহাজুর রহমান শিহাব, রাকিবুল আলম রনি, সাখাওয়াত, এমরান, রুবি, রামিসা, মেহেদি, হামিদ, জাহেদ, হাসিনা, সারওয়ার প্রমুখ। এতে বক্তারা বলেন, লায়ন এম আর সিদ্দিকী শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা যেমন একটি স্বাধীন দেশের গর্বিত নাগরিক হতে পারতাম না, ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর লায়ন এম আর সিদ্দিকীর হাত ধরে ১৯৫৮ সালে তাঁরই প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মাধ্যমে এদেশে লায়ন্স আন্দোলন না আসলে আমরা সগর্বে বলতে পারতাম না আমরা লায়ন কিংবা লিও। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা
পরবর্তী নিবন্ধভোরের খেজুর রস