লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের চক্ষু ক্যাম্প

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফেনীর পরশুরামস্‌হ আলাউদ্দিন আহমেদ চৌধুরীর (নাসিম) কলেজে প্রায় ১০০০ রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ডেঙ্গু সচেতনতা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন মোসলেউদ্দীন আহমেদ অপু, ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। উপস্থিত ছিলেন লায়ন আবু মোর্শেদ, লায়ন এম শওকতুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন ওসমান গনী, লায়ন ডা. প্রকাশ কুমার চৌধুরী, লায়ন মোর্শেদুল হক চৌধুরী, লায়ন নুরুল আজাদ, লিও ইসমাইল বিন আজিজ আলভি, লিও শওকত হোসেন, লিও রাফিদ আহমেদ,লিও সৈয়দ হোসেন তুহিন,লিও আবু তৈয়ব, লিও এনামুল হক,লিও সাহেদ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত চবির ৭৫ শিক্ষক-শিক্ষার্থীকে সংবর্ধনা