শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ

রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার পাগলা মামা মাজার কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় উপজেলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার একজন করে মোট দুই শতাধিক শিক্ষার্থীকে আর্থিক শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তিসহ দুটি করে গাছের চারা বিতরণ করেন। তিনি বলেন, বিভিন্ন সময় মাজার নিয়ে নানা কথা শুনা যায়। তবে এই ধরণের সমাজসেবামূলক কল্যাণকর কাজে মাজার কর্তৃপক্ষ নিয়োজিত হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে এদেশকে নেতৃত্ব দেবে। আগামীর সুন্দর বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে। তাই এখন সময় হলো ভালভাবে পড়াশোনা করে জীবন গড়ার। গত রোববার পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি প্রমুখ। এরআগে জেলা প্রশাসক উপজেলা শিশুমেলা মডেল স্কুলের নতুন ভবনের সমপ্রসারণ ও রাস্তার পাশে ইউনিব্লকের ওয়াকওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে উপজেলার পারুয়া ইউনিয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে পারুয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার, সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে চট্টগ্রামস্থ টেকনাফ সমিতি
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের চক্ষু ক্যাম্প