লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের উদ্যোগে কর্ণফুলী থানার আজিম পাড়ার দারুন নাজাত হাতেখড়ি শিশু একাডেমির ছাত্রছাত্রীদের পরিবারের মাঝে শুকনো খাবার প্রদান করা হয়। এই উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন অঞ্জন শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-৪, এর ডিস্ট্রিক্ট গভর্নর এডভাইজার ও সিএলএফ সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন উত্তম কুমার দাশ, ক্লাব সেক্রেটারি লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী, ক্লাব ডিরেক্টর লায়ন অহিদুল ইসলাম শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন লিও সাইফুল ইসলাম, লিও দিপাশা, লিও চৈতী, লিও ইমন, লিও আরিফ হোসাইন, লিও রিফাত, লিও মুনসুর আলম মুরাদ প্রমুখ। সভায় অতিথিবৃন্দ মহানগর লায়ন্স ক্লাবের এই সেবা কর্মকাণ্ড অব্যাহত রাখা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি