দ্রব্যমূল্যের অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে

পাঠানটুলীতে ইফতার সামগ্রী বিতরণকালে মেয়র

| সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রমজান মাসের শুরু থেকেই কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই মহলটিকে চিহ্নিত করে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। তিনি এ বিষয়ে চসিকের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো জোরদার করে ব্যাপকভাবে বাজার মনিটরিং করা হবে বলে জানান।
গতকাল রোববার বিকেলে পাঠানটুলী দীন মোহাম্মদ কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মোহাম্মদ জাহেদের উদ্যোগে পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মনোয়ার আলী রানার সঞ্চালনায় স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মোহাম্মদ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, সদস্য হাজী দোস্ত মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী ইদ্রিছ কাজেমী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু দেবাশীষ নাথ দেবু, সহসভাপতি আবদুর রশিদ লোকমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. ইব্রাহীম, শেখ মো. মাহফুজুর রহমান, গোলাম মোহাম্মদ, মো. এহসিন, মোস্তাফিজুর রহমান মিন্টু, শামশুল হক, বিনোধ বিহারী মজুমদার, আশরাফ উদ্দীন শাহীন, মো. হেলাল, এম আকতার, দোলন বৈষ্ণব, জাহেদ হোসেন রনি, সোলায়মান সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের খাদ্য বিতরণ
পরবর্তী নিবন্ধব্যবসায় মানবাধিকার সমুন্নত রাখার কোনো বিকল্প নেই