লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

মানবসেবায় এগিয়ে আসতে হবে : গভর্নর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

কারও হাতে দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করার দাবি, কারও হাতে প্রকৃতিতে প্রাণ ফিরিয়ে আনার আহ্বান আর কারও বা হাতে শিশুদের সুরক্ষা, বঞ্চিতদের মুখে হাসি ফোটানোর, অধিকার ও সহায়তা দেওয়ার নানা স্লোগানে লিখিত ব্যানার, প্ল্যাকার্ড। এমন রঙিন বর্ণাঢ্য চিত্র দেখা গেল গতকাল বৃহস্পতিবার নগরীর জিইসি মোড় এলাকায় লায়ন্স ক্লাবের র‌্যালিতে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ ২৫তম বার্ষিক কনভেনশন উপলক্ষে জিইসি কনভেনশন সেন্টার থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের করে। সহস্রাধিক লায়ন ও লিও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন লায়ন্স জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। তিনি কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন। এর পর বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জিইসি মোড় থেকে নাসিরাবাদস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পর্যন্ত হেঁটে যান সবাই। সুসজ্জিত ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি -সবমিলিয়ে পুরো র‌্যালি জুড়েই ছিল উৎসবের আমেজ।
র‌্যালি উদ্বোধনকালে জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, মানবসেবায় লায়ন সদস্যরা সারাবছর সেবা কর্মকাণ্ড পরিচালনা করেছেন। দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে হলে লায়ন সদস্যদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভুঁইয়া, কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর চৌধুরী, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, সেক্রেটারি লায়ন ইমতিয়াজ ইসলাম, র‌্যালি কমিটির চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, সেক্রেটারি লায়ন গাজী মো. শহীদুল্লাহ, ট্রেজারার লায়ন মাইন উদ্দিন মাইনু, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন নূর মোহাম্মদ বাবু, লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা