লায়নিজমের বিকাশ সমাজকে আরো বাসযোগ্য করবে দৈনিক আজাদীকে সম্মাননা

লায়ন্স ক্লাব সেন্ট্রালের অনুষ্ঠানে জেলা গভর্নর

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৪ এর গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেছেন, সমাজের কম সৌভাগ্যবান মানুষগুলোর মুখে হাসি ফোটানোর মাধ্যমে বিধাতাকে সন্তুষ্ট করার সুযোগ রয়েছে। হাসি এক ধরনের ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানুষ প্রকৃত মানুষের পর্যায়ে উন্নীত হতে পারে। চট্টগ্রামের আড়াই হাজারেরও বেশি লায়ন সদস্য এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোর নিরন্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, লায়নিজমের বিকাশ সমাজকে অনেক বেশি বাসযোগ্য করবে। দুস্থ এবং নিপীড়িত মানুষের ভাগ্যোন্নয়নে লায়নিজমের যে সেবা তা বিগত একশ’ বছরের মতো ভবিষ্যতেও মানুষকে পথ দেখাবে। সেবার জগতকে সমৃদ্ধ করবে। তিনি গত বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৩৪তম চার্টার এনিভারসারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট ফাতেমা ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দীন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দকী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন অ্যাডভোকেট এম নুরুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন সফিকুল ইসলাম, উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, জিএলটি লায়ন ওসমান গনি, জিএমটি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএসটি লায়ন জি কে লালা বক্তব্য দেন। লায়ন সাবরিনা তারান্নুম এবং লায়ন সরদার মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক গভর্নরদের মধ্যে পিডিজি ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেক, লায়ন এম শামসুল হক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন এস এম শামসুদ্দীন আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন এম মোস্তাক হোসাইন, লায়ন মনজুরুল আলম মনজু, লায়ন মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, লায়ন কামরুন মালেক বক্তব্য দেন। পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক সেবার জগতই লায়নিজমের আসল জগত বলে মন্তব্য করে চট্টগ্রামের লায়ন্স ক্লাবগুলোর সামনে একটি বিশেষ প্রস্তাব তুলে ধরেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী লায়ন এম এ মালেক বলেন, চট্টগ্রামের লায়ন্স ক্লাবগুলো সবাই মিলে ক্যান্সার হাসপাতালের জন্য ১ কোটি টাকা প্রদান করলে আমরা ওই হাসপাতালের পুরো একটি ফ্লোর লায়ন্সের নামে দিয়ে দেবো। চট্টগ্রামে সক্ষম লায়ন্স ক্লাবগুলোর প্রতিটি মাত্র দুই লাখ টাকা করে প্রদান করলে এই টাকা হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। চার্টার এনিভারসারি অনুষ্ঠানের পাশাপাশি ডিজি টিম সংবর্ধনা, পাস্ট গভর্নর এবং পাস্ট প্রেসিডেন্ট সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লায়নিজমের প্রচার এবং বিকাশে অনন্য ভূমিকা রাখায় স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীকে সম্মাননা প্রদান করা হয়। ৬২ বছরে দৈনিক আজাদীর এই সম্মাননা গ্রহণ করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং কামরুন মালেক। লায়ন্স ক্লাব অব সেন্ট্রালের পক্ষ থেকে আগামী সেবাবর্ষের সেকেন্ড ভাইস গভর্নর পদে লায়ন কোহিনূর কামালকে মনোনয়ন দিয়ে উপস্থাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে
পরবর্তী নিবন্ধএক ও অনন্য কমলা ভাসিন