লাল সবুজের মুক্তির আঁচল

মাহবুবা চৌধুরী | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৬ পূর্বাহ্ণ

কুঁচকালো সর্পিল সর্প, থকথকে পিচ্ছিল
ঢুকে পড়েছে মানচিত্রে, মাটির সবুজে
বসিয়ে দিয়েছে বিষ দাঁত মাটিমায়ের স্তনে,
ঢুকে পড়েছে জরায়ু ভেদ করে রক্তে কুলষিত,
বিষধর সাপ।

লাল-সবুজের পতাকাটা এখন কেবলি লাল,
পতাকা পারেনি ঢেকে দিতে মায়ের বিবস্ত্র দেহ,
বিদগ্ধ মায়ের পাশে রক্তাক্ত পতাকা
মুখ থুবড়ে পড়ে আছে, অসহায় নিদারুণ।

স্বাধীনতার আকাশে কি এখনো সবুজের ঘ্রাণ!
আছে কি অরণ্যে পাখিদের কুঞ্জবন,
কলোকাকলি মুখর! সব স্তব্ধ নিঝুম আঁধার।

আলো ছেড়ে গেছে সবুজ, পড়ে আছে
টুকরো টুকরো কালো, মেঘনা-পদ্মা যমুনায়
মায়ের লাঞ্ছিত দেহজল গুমরে কাঁদে।

ব্রহ্মপুত্রের জলজ বুকে অশ্রুত রক্তাক্ত বন্যা
আর কত অশ্রু! মাগো, জড়িয়ে নে পতাকা সবুজ
উঠ্‌, উঠে দাঁড়া, প্রজ্জ্বলিত কর সবুজ মশাল
রুখে দিস ভুজঙ্গম, কেটে ফেল্‌ শিশ্ন শ্বাপদের,
উপড়ে ফেল্‌ চোখ শকুনের, রোধ কর্ ব্যাঘ্র কণ্ঠ
নিশ্চিহ্ন হউক, হায়ানার বংশধর।
আর এক যুদ্ধে যাব চল্‌, এটা তোর মুক্তির সংগ্রাম।

মাগো, সন্তানেরা পাশে আছে দেখ,
ওরা তোর জলন্ত মশাল,
চেয়ে দেখ, শ্বাপদমুক্ত সবুজ ঘাসে
বোনের আঁচল উড়ে, লাল সবুজের মুক্তির আঁচল।

পূর্ববর্তী নিবন্ধএকটু বাকি
পরবর্তী নিবন্ধখালেদা আকতার বেবী