লাল সবুজের পতাকা

লিপি তালুকদার | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

একটি পতাকায় আঁকা থাকে একটি দেশের ছায়া

লাল সবুজের পতাকাটি বাড়ায় কেবল মায়া।

এ কেমন অমৃত সুধা দেশের মাটিতে পাই

এমন ছায়া, আলো, বাতাস আর কোথাও যে নাই।

তিরিশ লক্ষের বিনিময়ে পেলাম পতাকাটি

বাংলার মানুষ সাহসীবীর ধ্বংস করে শত্রুর ঘাঁটি।

লাল সবুজের পতাকা উড়ে স্বাধীন বাংলাদেশে

মুক্তিকামী মানুষেরা বিজয় পেলো অবশেষে।

শহীদের কথা বলে লাল সবুজের পতাকা,

পতাকাতে আছে স্বপ্নের বাংলাদেশ আঁকা।

পূর্ববর্তী নিবন্ধঅভিমানী
পরবর্তী নিবন্ধসম্পর্ক