লালদীঘি এলাকায় জলদস্যু নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৪:৫৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ফরিদ আলম ওরফে মিন্টু (৩০) নামে এক জলদস্যু নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে লালদীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদ কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় বঙ্গোপসাগরে চলাচল করা বিভিন্ন জাহাজে চাঁদাবাজি চক্রের নেতা বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, ২০১৬ সাল থেকে ফরিদ মাছ ধরার ট্রলার থেকে জেলেদের আটক করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। এ কাজের জন্য একটি চক্র গড়ে তোলেন তিনি। পরবর্তীতে ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য ২০১৮ সালে তিনি তারেক আজিজ নামে এক জলদস্যুকে মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ দেন। ওই বছরই র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় তারেক আজিজ। তবে সেই সময় ফরিদ কৌশলে পালিয়ে যান।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মো. চপল বলেন, গ্রেপ্তারকৃত ফরিদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ছয়টি এবং নগরীর পাহাড়তলী থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ভোগের নাম বাগিচাহাট
পরবর্তী নিবন্ধকাভার্ড ভ্যান থেকে রপ্তানি পণ্য চুরি করে তারা