লালখানবাজারে নির্বাচনী সহিংসতা মামলায় দু’জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

চসিক নির্বাচনে সহিংসতাকালে হামলা, ভাঙচুর ও দোকানে লুটপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর করা মামলায় ফারুক প্রকাশ ধামা ফারুক ও নেজাম উদ্দিন প্রকাশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে লালখান বাজার মতিঝর্না এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক। তবে তাদের গ্রেপ্তারের ব্যাপারে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাফ আহমেদের কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
জানা যায়, গত শনিবার ফারুক, মিজানুর রহমানসহ পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মো. শাহাজাহান (৬৭) নামে এক ব্যবসায়ী। গ্রেপ্তার ধামা ফারুক ও নেজাম উদ্দিন সাবেক কাউন্সিলর মানিকের অনুসারী। মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন, ছনটু মিয়া (৪৫), মো. হানিফ (৪২) ও মো. জাহেদ। মামলার এজাহারে জানা গেছে, গত ২৭ জানুয়ারি দুপুরে লালখান বাজারে বাদীর ছেলে সিজানুর রহমান শাকিল দোকানে থাকাবস্থায় আসামিরা ধারালো কিরিচ, লাঠিসোঠা দিয়ে হামলা চালায়। এ সময় দোকানের ভেতর প্রবেশ করে ভাঙচুর চালানোর পাশাপাশি ক্যাশে থাকা সাড়ে ২৪ হাজার টাকা, মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা পালিয়ে যায়। পরে ছেলেকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদী এ সময় তার দোকানে দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী বধ্যভূমিতে জাদুঘর নির্মাণের দাবিতে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধখানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অনুদান