লামায় সড়ক দুর্ঘটনায় মো. জালাল উদ্দিন (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার লামা-সুয়ালক সড়কের সাপমারা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আব্দুর শুক্কুর নামে অপর এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত জালাল লামা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও টিটি এন্ড ডিসি গ্রামের বাসিন্দা মো. ফরিদ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, বন্ধু আব্দুর শুক্কুরকে নিয়ে মোটর সাইকেল যোগে ব্রিকফিল্ড এলাকা থেকে বাড়িতে ফিরছিল জালাল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জালাল ও তার বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে জালালকে কঙবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার আছরের নামাজের পর পারিবারিক কবরস্থানে জালালকে দাফন করা হয়।