লামায় চেক বিতরণ অনুষ্ঠান

লামা প্রতিনিধি | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল। বিশ্ব নেতারা আজ আমাদের প্রধান মন্ত্রীকে অনুকরণ-অনুসরণ করছে। মন্ত্রী বলেন, পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে প্রধান মন্ত্রী শুরু থেকেই আন্তরিক। পার্বত্য অঞ্চলকে ঢেলে সাজানো হচ্ছে। এখানকার প্রতিটি নাগরিক উন্নয়নের সুফল ভোগ করছেন। গতকাল শনিবার লামায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ উপলক্ষে লামা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট শাখার ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজি শফিকুল আজম, রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিট শাখার সেক্রেটারি অমল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াই চিং মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন। পরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আয় বৃদ্ধিমূলক কাজের অনুকূলে ৩০ হাজার টাকা হারে ১৩০ জন সুফলভোগীর মাঝে মন্ত্রী চেক বিতরণ করেন। এছাড়া একই দিন মন্ত্রী প্রায় সোয়া ৬ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্প গুলো হচ্ছে ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ মার্কাস মসজিদ নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ সড়ক, ২০ লাখ টাকা ব্যয়ে ইয়াংছা ফয়জুল উলম নব নির্মিত মাদ্রাসা ভবন, ৩০ লাখ টাকা ব্যয়ে ইয়াংছা রাম মন্দির যাতায়াতের জন্য আরসিসি রাস্তা ও কক্ষ সমপ্রসারণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা উপজেলায় ৪র্থ শ্রেনীর কর্মচারীদের নব নির্মিত ক্লাব ঘর ও ৫০ লাখ টাকা ব্যয়ে লামা উপজেলা মর্ডান হাই স্কুলের নব নির্মিত ছাত্রাবাস ভবন নির্মাণ।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংকস মোটরসের বর্ষাকালীন সার্ভিস উৎসবের উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅনলাইনে গল্প আহরণ প্রতিযোগিতার ৩য় অধিবেশন