লতা মঙ্গেশকরের সামনে গাওয়া, জীবনের বড় পাওয়া: সাবিনা ইয়াসমিন

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের সামনে বাংলা গান গেয়ে সেই সত্তরের দশকে তার আশীর্বাদ পেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, সেই স্মৃতি আজও তার হৃদয়ে অমলিন। দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়ায় বেঁধে রেখে রোববার সকালে চিরবিদায় নেন লতা মঙ্গেশকর। খবর বিডিনিউজের।
প্রিয় শিল্পীর প্রয়াণের খবরে শোকের সাগরে ভেসে চার দশক আগের মুম্বাইয়ে ফিরলেন সাবিনা ইয়াসমিন, এক সাক্ষাৎকারে জানালেন, ১৯৭৮ সালে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে মুম্বাই গিয়েছিলেন তিনি। সেই আয়োজনের এক পার্টিতে লতা মঙ্গেশকরের সামনে গাওয়ার সুযোগ হয়েছিল, যা ‘জীবনের বড় পাওয়া’ হিসেবেই মনে রেখেছেন তিনি। সেই আয়োজনে লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন, শচীন দেব বর্মণের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে সাবিন ইয়াসমিন, রাজ্জাক, ববিতা, রোজী আফসারীসহ আরও কয়েকজন ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদিদি, আমার সবচেয়ে বড় উপহার তো আপনি: রুনা
পরবর্তী নিবন্ধপরের জন্মে যেন আর লতা মঙ্গেশকর না হই!