কিছু কি বলার ছিল?
এই শিশিরের রোদ মুছে ফেলা হলুদ দুপুরে
পাতা ছায়া বনে?
মন কেমনের মন্দ থাকা কি যায়।
আকাশের কুয়াশায় ধুয়ে কি ফেলা যায় এই মনস্পুরি
বা মন্দাক্রান্ত;
তাহলে কি
বিজন বনে মায়া পুড়ছে
দুপুরের অনলে!
শূন্য ডালে পাতাঝরা পীড়িত দুপুর গাইছে
হৃদয়ের গান,
যেথায়
রোদ ডুবে যাচ্ছে
এক বিষণ্ন পাখির ঠোঁটে।






