রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্প ৩, ৪ (এক্সটেনশন), ৯, ১৬ ও ১৭ এ তুরস্ক পরিচালিত এনজিও টিকার ডিস্ট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। পরে ১শ রোহিঙ্গা পরিবারের মধ্যে সবজির চারা বিতরণ করেন তিনি। প্রতিনিধিদল টিকা নির্মিত রোহিঙ্গা শিশুদের খেলার মাঠ, শিশু বিকাশ কেন্দ্র, মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা নারীদের হস্ত সেলাই ও পানি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিকেল ৫টার দিকে তারা কঙবাজারের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন গিজেম এ্যাডিন এড্রিন ও ড. ইসমাইল গান্ডগডু।

পূর্ববর্তী নিবন্ধহাধুরখীল মুসা সওদাগর সড়কের নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধকমিউনিস্ট পার্টির প্রতিবাদ সমাবেশ