রোবটিক্সের ব্যবহার ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে

শেখ বিবি কাউছার | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

রোবটিক্স শিল্পের বিকাশ অনেকটা ইন্টারনেট বিপ্লবের মতো হবে।বলা যায়, গত শতকের নব্বইয়ের দশক বা এই শতকের শুরুতে পৃথিবীব্যাপী কম্পিউটার, ইন্টারনেট ও বিশ্বে সবচেয়ে ব্যবহৃত গুগলসহ অনলাইনভিত্তিক নানা ধরনের সেবার প্রচলন যেভাবে দ্রুতগতিতে বিকশিত হচ্ছে ঠিক সেভাবে রোবটিক্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্রুত বাজার দখল করে নেবে। বাইরের দেশগুলো(চীন, জাপান,আমেরিকা,দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর) অনেক আগে থেকেই রোবট প্রযুক্তির সাথে পরিচিত। তবে আশার কথা হলো আমাদের দেশেও এই শব্দটি শোনা যাচ্ছে বেশ কয়েক বছর থেকে। কোভিড -১৯ এর পর রোবট প্রযুক্তির গুরুত্ব ও চাহিদা বেড়ে গেছে বহুগুণ। এই দুঃসময়ে এর চেয়ে বড় উপকারী প্রযুক্তি কি হতে পারে! বাইরের দেশেগুলো করোনাকালীন সময়ে রোবটের মাধ্যমে রোগীর সেবাশুশ্রূষা করে আসছে। তবে এক্ষেত্রে আমরাও পিছিয়ে নেই। আমাদের দেশে অনেক তরুণেরা এখন রোবট প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সমপ্রতি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং তরুণ উদ্ভাবকদের তৈরি অগ্নিনির্বাপক রোবট বেশ সাড়া জাগিয়েছে। তাদের তৈরি করা রোবটটি করোনা ভাইরাস ঠেকাতে সুরক্ষামূলক স্প্রেও করতে পারবে। এছাড়া গ্রামের অনেক তরুণরা রোবট তৈরিতে পিছিয়ে নেই। আমাদের যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদেরকে আমরা প্রযুক্তি থেকে দূরে রাখতে পারবো না।কারণ তারা প্রযুক্তি থেকে দূরে থাকা অর্থই হলো নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা। করোনাকালীন সময় দেখা যাচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা লাইকি,টিকটক,পাপজিসহ বিভিন্ন অ্যাপস ও গেমস নিয়ে ব্যতিব্যস্ত। প্রচুর সময় নষ্ট করছে এগুলোর পেছনে। এগুলোর মাত্রারিক্ত ব্যবহার তাদের সৃজনশীলতা নষ্ট করে দিচ্ছে। আর শিক্ষার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে না বলে বৃদ্ধি পাচ্ছে কিশোর অপরাধ কিংবা কিশোর গ্যাং। এক্ষেত্রে আমরা শিক্ষক ও অভিভাবকদের বুঝিয়ে দিতে হবে যে, প্রযুক্তিকে ব্যবহার করে তুমি অনেক সৃজনশীল ও উদ্ভাবনমূলক কাজ করতে পারো। তাই তাদেরকে প্রযুক্তির ভালো দিক যেমন কোডিং, পাইথন, জাভা,সি-প্রোগ্রাম, ইত্যাদি ব্রেইনে এখন থেকেই ঢুকিয়ে দিতে হবে। কিন্তু তার আগে এগুলো সম্পর্কে আমাদেরও ভালো একটা ধারণা রাখতে হবে।যেন আমরা এগুলো শিখতে এবং শেখাতে তাদেরকে উৎসাহিত করতে পারি। আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষায় কোডিংকে অন্তর্ভুক্ত করা হবে। তাই বলা যায় এখনি সময় রোবটিক্সের ব্যবহার ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে শহর থেকে গ্রামে। তাহলেই আমরা ৪র্থ শিল্প বিপ্লব মোকাবিলা করতে পারবো খুব ভালোভাবে।

পূর্ববর্তী নিবন্ধভুল করেও ভুল ধরি না
পরবর্তী নিবন্ধসেদিন সুদূর নয় : বিশ্ব দেখবে নতুন নেতৃত্ব, স্বপ্ন বাস্তবায়নের চিত্র