ভুল করেও ভুল ধরি না

মোহাম্মদ হাসানুল ইসলাম | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

ভুল করেও ভুল করি না
ভুল সে তো এক পাগলা ঘোড়া
লাগাম ছিঁড়ে ছুটবে কখন
আগাম দেখার চক্ষু জোড়া
নাই বলে তাই ভুল হয়ে যায়
ইচ্ছে করে ভুল করি না।
পরের ভুলটা পড়লে চোখে
ভুল করেও ভুল ধরি না
তারচে’ বরং সে ভুলটাকে
আপন গুণে শুদ্ধ করি
ভুলের হুলটা উপড়ে ফেলে
ভালোবাসার ভুবন গড়ি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রছাত্রীদের এই অপূরণীয় ক্ষতি পূরণ হবার নয়
পরবর্তী নিবন্ধরোবটিক্সের ব্যবহার ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে