রোটারি জেলা গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান সংবর্ধিত

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমানকে চট্টগ্রাম এরিয়ার সকল রোটারি ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়ছে। গত ১৫ অক্টোবর চট্টগ্রাম ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী, চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলের প্রায় ৪৫০জন রোটারিয়ান উপস্থিত ছিলেন।
এডিশনাল গভর্নর পিপি আজিজুল বারী চৌধুরী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, সংবর্ধিত অতিথি ডিজিএন ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান, পিডিজি এম.এ আউয়াল, পিডিজি আবদুল আহাদ, পিডিজি দিলনাশীন মোহসেন, গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, মুনমুন আফরোজ, খালেদা আবিদ আউয়াল, রোজি আহাদ, ডা. আবু আইয়ুব হামিদ, সামিনা ইসলাম, জিয়াউদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন বাবলু, জসিম উদ্দিন চৌধুরী, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, আলী হোসেন আকবর আলী, প্রফেসর ডা. ইমরান বিন ইউসুফ, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, ইঞ্জিনিয়ার মো. হারুন, ওসমান গনি মনছুর, জাহাঙ্গীর আলম খান, মাহফুজুল হক, সানিউল ইসলাম, আবু হাসনাত চৌধুরী, মো. আকবর হোসেন, জাহেদা আক্তার মিতা, আসাদুল হক, ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।
সংবর্ধনার জবাবে ডিজিএন ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, রোটারি বিশ্বব্যাপি ১১৬ বৎসর যাবত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের একটি বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংস্থার জেলা গভর্নর নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেই সাথে জেলার সকল রোটারিয়াানবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন, রোটারিয়ানরা সর্বদা নিজেদের মধ্যে বন্ধুত্বের অবস্থা সৃষ্টির মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাংলাদেশে তথা রোটারি ৩২৮২ এর সকলে একটি পরিবারের সদস্য। এই বৃহৎ পরিবারের সেবার আলোয় সমাজ তথা মানুষের কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গিত করতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বিশ্বকাপে দানব শিকারে প্রস্তুত বাংলাদেশ’
পরবর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা শিক্ষক পরিষদের সভা