রোগীর পেট থেকে বের হলো পেরেক

| সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

অপারেশনের পর রোগীকে ওটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশে উদ্ধার করা ধাতব বস্তু। অপারেশনের পর রোগীকে ওটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশে উদ্ধার করা ধাতব বস্তু। পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় এক ব্যক্তির পেট কেটে পেরেক, স্ক্রু, নাট ও চাকু বের করা হয়েছে। এসব সামগ্রীর ওজন এক কেজিরও বেশি। চিকিৎসকদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মদ খাওয়া ছাড়ার পর ওই ব্যক্তি প্রতিদিন ধাতব পদার্থ গিলে ফেলতেন। তবে তিনি কেন এই কাজ করতেন তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। ক্লাইপেডিয়া ইউনিভার্সিটি হাসপাতালের এই সার্জারিতে যেসব ধাতব পদার্থ পাকস্থলী থেকে বের করা হয় তার মধ্যে কিছু ছিল চার ইঞ্চি লম্বা। সার্জন সারুনাস ডাইলিডেনাস একে একটি ‘বিরল ঘটনা’ বলে বর্ণনা করেছেন। সরকারি বার্তা সংস্থা এলআরটি তিন ঘণ্টার ওই অপারেশনের পর যা কিছু পাওয়া গেছে তার একটি ছবি প্রকাশ করেছে। ওই ব্যক্তির পেটে ব্যথা শুরু হলে অ্যাম্বুলেন্সে করে তাকে বাল্টিক সাগরের তীরের হাসপাতালটিতে নেওয়া হয়। পরে সেখানেই তার অপারেশন হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোগীর পেট থেকে ডাক্তাররা মাঝেমধ্যেই নানা ধরনের বস্তু উদ্ধার করে থাকেন। তবে একসঙ্গে এতো বেশি ধাতব পদার্থ বের করার ঘটনা খুব একটা দেখা যায় না।

পূর্ববর্তী নিবন্ধকন্যা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবে, জানালেন দুতার্তে
পরবর্তী নিবন্ধমা-বাবার সঙ্গে অ্যারিজোনায় নিরাপদে সেই আফগান শিশু