রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তারা হলেন- নাছরিন সোলতানা জেরিন, তাছলিমা শিরিন, অসীমা বড়ুয়া, সাদিয়া সুলতানা নারগিছ এবং রাশেদা আক্তার। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া।
জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা থেকে প্রাপ্ত ৫৫টি আবেদন থেকে ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরিতে নাছরিন সোলতানা জেরিন, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরিতে তাছলিমা শিরিন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে অসীমা বড়ুয়া, ‘নতুন উদ্যমে জীবন শুরু করেছেন নারী’ ক্যাটাগরিতে সাদিয়া সুলতানা নারগিছ এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা’ ক্যাটাগরিতে রাশেদা আক্তার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধশ্বাসরোধে স্ত্রীকে হত্যা, পালিয়েছে স্বামী
পরবর্তী নিবন্ধচার জাপানি গাড়িসহ ৬১ লট পণ্যের নিলাম ১৯ ডিসেম্বর