রেয়াজুদ্দিন বাজার চৈতন্যগলি রোড সংস্কারের দাবি

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

রেয়াজুদ্দিন বাজারের চৈতন্যগলি রোড সংস্কারের দাবিতে রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির এক সভা গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি রশিদ আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, চৈতন্যগলি রোড বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, বৃহত্তর রেয়াজুদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীসহ এলাকার জনসাধারণ যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী বলেন, একটু বৃষ্টি হলেই চৈতন্যগলি পানি আর কাদায় একাকার হয়ে যায়। এর ফলে বৃহত্তর চট্টগ্রামের কাঁচা তরকারির বৃহত্তর পাইকারী আড়ত সমূহে মালামাল লোড-আনলোড করতে গিয়ে ব্যবসায়ীদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, বর্তমানে তিনপুলের মাথা থেকে বিআরটিসি মুখ পর্যন্ত চৈতন্যগলি রোডে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা-বিক্রেতা, ছাত্র-ছাত্রীসহ এলাকার জনসাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায় সমিতির নেতৃবৃন্দ চৈতন্যগলি রোড দ্রুত সংস্কার করার জন্য চসিক মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ তারেক, রুহুল কাদের, মো. হারুন উর রশিদ লিটন, মো. কামাল উদ্দিন, নাছির আহাম্মদ, আবু তৈয়ব কালু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া-বাঁশখালী পাহাড়ের পাদদেশে ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধআকবর শাহে আগুনে পুড়েছে বসতঘর