রেলে ডাবল ডেকার কোচ যুক্ত করার পক্ষে সংসদীয় কমিটি

| সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রেলে যাত্রী সংখ্যা বাড়াতে ট্রেনে ডাবল ডেকার কোচ যুক্ত করার পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রোববার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ঢাকা সার্কুলার রেললাইন নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করে স্থায়ী কমিটি। এছাড়া ৬৪ হাজার একর জমিতে রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোন কর্তৃপক্ষকে বৃক্ষরোপণের বিষয়েও নির্দেশনা দিয়েছে কমিটি। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগামে অবস্থিত ঐতিহাসিক ইউরোপীয়ান ক্লাব ও রেলওয়ে যাদুঘর যথাযথভাবে সংরক্ষণের জন্য পুনরায় সুপারিশ করে কমিটি। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাটিয়াজুরি স্টেশনে শিগগির ট্রেন থামবে বলেও যথাযথ কর্তৃপক্ষ বৈঠকে জানিয়েছে।

কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন। বৈঠকে ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরে ১৮ হোটেলের লাইসেন্স বাতিলের অনুরোধ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ