রেলের বিপুল ভূমি উদ্ধার ১২৩ ঘর ও দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগ গতকাল রোববার চট্টগ্রাম রেলস্টেশন থেকে ফৌজদারহাট রেলস্টেশন পর্যন্ত গেটঘর ও লেভেল ক্রসিং সংলগ্ন ০.৩৬ একর রেলভূমি উদ্ধার করেছে। এ সময় ১২৩টি সেমিপাকা টিনশেড দোকান ও বসতঘর উচ্ছেদ করেছে।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মাহবুব উল করিম। এ সময় বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল হালিম, সহকারী ভূসম্পদ বিষয়ক কর্মকর্তা মো. শহীদুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন, ভূসম্পত্তি বিভাগ, প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সিএমপি ফোর্স, জিআরপি পুলিশ ও আরএনবি ফোর্স উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী রুটে টেক্সি টেম্পো বন্ধ হয়ে যাবে!
পরবর্তী নিবন্ধরাউজানের ছিটিয়াপাড়ায় দুর্বৃত্তের তাণ্ডব, ভাঙল সেতুর নামফলক