রেলের জমি থেকে আড়াইশ সেমিপাকা ঘর উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জুন, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের ঝাউতলা গোডাউনের আশপাশ এলাকায় রেলের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা আড়াইশ সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুব উল করিমের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় শূন্য দশমিক ৭২ একর জমি উদ্ধার করা হয়। বস্তিতে উচ্ছেদ অভিযানে সিএমপি পুলিশ, খুলশী থানা পুলিশ, জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ের প্রকৌশল বিভাগ ও বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুব উল করিম আজাদীকে জানান, ঝাউতলা এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধ দখলদাররা বিপুল পরিমাণ রেলের জমি দখল করে কলোনি বানিয়ে বসবাস করে আসছিল। এখানে ১২শ অবৈধ দখলদার ছিল। আমরা প্রায় আড়াইশ সেমিপাকা ঘর ও দোকান উচ্ছেদ করেছি। পুরো এলাকায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবেশীদের ছাড়িয়ে গেছে : চীনা ইংরেজি দৈনিক
পরবর্তী নিবন্ধচন্দনাইশে স্ত্রীকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার