নগরীর নতুন রেলস্টেশন এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নতুন রেল স্টেশনের ৭ নম্বর বাস কাউন্টার সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি ছোরা, ১টি কাটার ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।
আটকরা হলেন জানে আলম সোহাগ (৪২), রতন দত্ত (৪২), মোহাম্মদ রনি (৩২), ইকবাল হোসেন (৩৫), দেলোয়ার হোসেন (২৮), সোহেল (২৩), বাদশা (২৫), কাওছার (২০) ও মিনহাজ উদ্দিন (২০)।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর আজাদীকে বলেন, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ৭ নম্বর বাস কাউন্টার সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে নির্জন ও অন্ধকারাচ্ছন্ন স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়া রতন দত্তের বিরুদ্ধে একটি, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি, সোহেলের বিরুদ্ধে তিনটি, কাওছারের বিরুদ্ধে চারটি ও মিনহাজ নয়নের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।










