হাটহাজারী-রাউজান ৪ লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন

আছে খাগড়াছড়ি শহরকে নদীভাঙন থেকে রক্ষার প্রকল্পও

আজাদী ডেস্ক | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়কের (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত সড়কাংশ ৪ লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। অনুমোদন পেয়েছে খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদীভাঙন থেকে সংরক্ষণ প্রকল্প। এছাড়া মতিঝিল থেকে কমলাপুর লাইনে সিভিল ওয়ার্কস, রোলিং স্টকস মডিফিকেশন, স্টেশন প্লাজা নির্মাণের লক্ষ্যে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে।

সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী, প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দেড় বছর এবং ব্যয় বেড়েছে ১১ হাজার ৪৮৭ কোটি টাকা। মেট্রোরেলের দৈর্ঘ্য বাড়বে ১ দশমিক ১৬ কিলোমিটার। এই প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকায়। খবর বাসসের। গতকাল রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট ৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আগামী ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল। চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জোড়া খুন মামলার প্রধান আসামি বাকলিয়া থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরেলস্টেশন থেকে ৯ ডাকাত গ্রেপ্তার