রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে যথাযথ উদ্যোগ নিতে হবে

নারায়ণ কৃষ্ণ গুপ্ত | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

রেমিট্যান্স প্রবাহ কম। কেন? টিভিতে প্রকাশিত খবরে প্রকাশ, গেল ১০ মাসে ১০ লক্ষের মত শ্রমিক বিদেশে গেছেন। অথচ তাদের মধ্যে সাড়ে ৯ লক্ষের বেশি শ্রমিকের ব্যাংক একাউন্ট নেই। তারা জানেন না কিভাবে ব্যাংক চ্যানেলে টাকা পাঠাতে হয়। তাদের অনেকে বিদেশে এমন জায়গায় চাকরি করছেন যেখানে কোনো ব্যাংক সুবিধা নেই। প্রকৃত সত্য হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো সহজ ও লাভজনক। বিদেশে কর্মরত শ্রমিকদের কাছ থেকে রেমিট্যান্স পেতে সরকারকে সচেতন হতে হবে। কিভাবে ? ১) বিদেশ যাওয়ার সময় বিদেশগামী শ্রমিকের সচল ব্যাংক একাউন্ট আছে কিনা যাচাই করতে হবে। ২) বিদেশের দূতাবাসের একজন কর্মকর্তাকে এই বিষয়ে সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে এবং দেশত্যাগের সময় সংশ্লিষ্ট দেশের শ্রমিককে ঐ কর্মকর্তা বা স্থলাভিষিক্তের সাথে যোগাযোগ করতে ও রাখতে কড়া নির্দেশ দিতে হবে। ৩) যে এলাকা থেকে শ্রমিক যাচ্ছে সে এলাকার মেম্বার / মহিলা মেম্বারকে জবাবদিহিমূলক দায়িত্ব দিতে হবে। ৪) যে ব্যাংকে একাউন্ট করা হয়েছে সেই ব্যংককেও দায়িত্বশীল হতে হবে। হয়ত এ পদক্ষেপে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন সকালের প্রত্যাশায়
পরবর্তী নিবন্ধনিন্দার চেয়ে গঠনমূলক সমালোচনাই শ্রেয়