রেডিওথেরাপি বিভাগের বিশ্ব ক্যান্সার দিবস পালন

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি (ক্যান্সার) বিভাগ। শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার।

এসময় চমেক উপাধ্যক্ষ প্রফেসর হাফিজুল ইসলাম, রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, সহযোগী অধ্যাপক ডা. আবদুল আউয়াল, সহকারী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী, ডা. রাকিবুল হাসান, ডা. নাসির উদ্দিন মাহমুদ শুভ, ডা. ফাহমিদা আলমসহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

র‌্যালীটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে চমেক ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। সকাল দশটা থেকে ওয়ার্ডে বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করেন ক্যান্সার বিভাগের চিকিৎসকনার্সরা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু