রূপের খোলামাঠ

য়ানসার হক | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

অনবদ্য রাতগুলো প্রীতির
অনুশীলনে স্নাত হয়ে
তোমার পানকৌড়ি সফরের
সঙ্গী হলে …..
রূপের খোলা মাঠে
যতোটা খেলা যায়
খেলে যাই ততোটা।

পুনম ইচ্ছেরা সাথে থাকলে
কথা দিয়ে কাজ হয়
নয়তো ঘোরে থাকে
প্রাতিস্মিক মুহূর্তের বিলাসী বিলাপ।

পূর্ববর্তী নিবন্ধবিভৎস কষ্ট
পরবর্তী নিবন্ধস্বপ্নকুঁড়ি ফোটাবে আবার