রিংকুর নতুন গান ‘জোছনা বিলাস’

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

ক্লোজআপ ওয়ান’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী রিংকু। দেড় দশকের বেশি সময় ধরে বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। প্রায় চার বছর ধরে আগের মতো গাইছেন না রিংকু। চারবার স্ট্রোক করে রিংকু লড়াই করছেন সুস্থ হওয়ার জন্য। এসবের মধ্যেই নতুন গান নিয়ে আসছেন রিংকু। ‘জোছনা বিলাস’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। নতুন গানটি খুব শিগগির মিডিয়া ভয়েসের ব্যানারে মুক্তি পাবে। নতুন গান নিয়ে রিংকু বলেন, অনেকদিন পর আবার গানে ফিরতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। আপনাদের মাঝে সবসময় গান দিয়ে বেঁচে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে গান নিয়ে ফিরে আসতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি।

পূর্ববর্তী নিবন্ধকান উৎসবে স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের ‘আনোরা’
পরবর্তী নিবন্ধ‘জংলি’র সব গানে প্রিন্স মাহমুদ