কান উৎসবে স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের ‘আনোরা’

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

কান চলচ্চিত্রের ৭৭তম আসরে জুরিদের বিচারে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমা ‘আনোরা’। ফ্রান্সের সাগরপাড়ে গত ১৪ মে উৎসব শুরু হয়েছিল। চলতি বছর কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল ২২টি চলচ্চিত্র। শনিবার রাতে উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভালে আসরের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। খবর বিডিনিউজের।

মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন সেখানে। ভ্যারিইটি লিখেছে, আসরে সেরা সিনেমার নাম ঘোষণা করেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান বার্বি সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। আর শন বেকারের হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা। পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শন বেকার বলেন, আজ রাতে কী কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। কমেডিড্রামা ঘরানার সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। যৌনকর্মীদের জন্য শন বেকার তার পুরস্কারটি উৎসর্গ করে বলেন, এটি পৃথিবীর সব যৌনকর্মীর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জন্য।

পূর্ববর্তী নিবন্ধসুরে ও ছন্দে নজরুলকে স্মরণ
পরবর্তী নিবন্ধরিংকুর নতুন গান ‘জোছনা বিলাস’