রাসেল নামের ফুল কবির কাঞ্চন | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১১ পূর্বাহ্ণ রাসেল নামের ফুল ফুটেছে সোনার বাংলাদেশে গাল ভরা তার হাসি ফোটে মিষ্টি খোকার বেশে। মিষ্টি খোকা হয় না বড় ছুটে খোকার বেশে হাজার শিশুর মাঝে ফিরে শেখ মুজিবের দেশে। কেড়ে নিয়ে সোনা হাসি ঘাতক চালায় গুলি মিষ্টি ছেলের সেই হাসিমুখ কেমন করে ভুলি।