রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার মামলায় মাদানীর স্বীকারোক্তি

| শনিবার , ২৯ মে, ২০২১ at ৩:৫৯ পূর্বাহ্ণ

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ নাজমুননাহারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়া হয়। গাজীপুর মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (প্রসিকিউশন) শুভাশিষ ধর জানান, গতকাল শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। পরে তার জবানবন্দি রেকর্ড করা হয়। খবর বিডিনিউজের।
তিনি জানান, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র‌্যাব গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে।

পূর্ববর্তী নিবন্ধস্বামীকে হত্যার আগে ৭১ বার ইমামের সঙ্গে কথা বলেন আসমা!
পরবর্তী নিবন্ধজ্বরে আক্রান্ত খালেদা জিয়া