রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

মর্মব্যথা

দিনের পরে দিন চলছে

কেউ জানে না কীভাবে যে চলি

কেউ বোঝে না মর্মব্যথা

দুখের কথা কীভাবে যে বলি!

ঠিক কিছুদিন পর পর পর

বাড়তে থাকে বিদ্যুতেরই দাম

এমনভাবে বাড়লে জানি

ভুলেই যাবো বাপদাদাদের নাম।

চোক্ষে দেখি আউলাজাউলা

কথাগুলো বেরোয় না মুখ থেকে

সুখপাখি কি উড়ে যাবে

জীবন থেকে কান্না ডেকে ডেকে?

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ৮৮ চট্টগ্রাম প্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধকুহকের ডাক এবং জহির রায়হান