রাশেদ রউফ-এর অন্ত্যমিল

স্বপ্নরা খেলে আমার দু’ চোখে

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

যদিও আমার টাকাকড়ি কিবা
ধন-সম্পদ জমা নেই
পৃথিবী চলছে পৃথিবীর মতো
আমিও চলছি সমানেই।
শত্রুকে আমি শত্রু ভাবি না
তবে আমি চিনি বন্ধু কে!
আমি জানি কারা স্নেহের কাঙাল
কাদের ক্ষমতা বন্দুকে!
স্বপ্নরা খেলে আমার দু’ চোখে
তাই আমি দেখি আলো-আশা
আমি দিতে চাই, আমি নিতে চাই
বুক ভরা স্নেহ ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধকরোনা চিকিৎসায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকা প্রশংসনীয়
পরবর্তী নিবন্ধগোর, দি গ্রেভ