রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

কর্মই ধর্ম

কর্মকে যদি ধর্মই ভাবি
কোথাও কখনো হবে না ভুল
চারদিক হবে আলো ঝলমল
খুশি -আনন্দে ফুটবে ফুল।

যদি কাজ চলে ক্ষমতার বলে
ভ্রষ্ট হাতে ও নষ্ট পা’য়
সেই সব দেখে একটি মানুষ
নীরবে নিভৃতে কষ্ট পায়।

সেই সে মানুষ ওড়ায় ফানুস
সফলতা দেখে কল্পনায়
কর্মের মাঝে জীবন দেখে সে
আর কোনো তার গল্প নাই।

দুই চাকায় বাদাবনের সমীপে
বাবর আলী

পূর্ববর্তী নিবন্ধআবুল কালাম আজাদ
পরবর্তী নিবন্ধদুই চাকা বাদাবনের সমীপে