রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

তেলের সাগরে

সময়ের সাথে সব বদলায়
বদলায় দিন ও রাত্রি
সামনে চলতে হতে হয় জানি
হুজুগের অভিযাত্রী।
আগে ইঙ্গিতে তেল দেওয়া হতো
আজ দিতে হয় মাইকে
তেল ঢালা হয় সামনাসামনি
তেল ঢালা হয় ‘লাইক’-এ।

তুমিই না দিলে আমিও দেবো না
কী নিয়ম বলো, কী রীতি
তেলের সাগরে ভেসে ভেসে যায়
স্নেহ-ভালোবাসা-পীরিতি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান
পরবর্তী নিবন্ধআসল ঘটনা কী!