রাশার গার্মেন্টসের পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:১১ পূর্বাহ্ণ

অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৪৪৫ টাকা আত্মসাতের মামলায় মেসার্স রাশার গার্মেন্টস লিমিটেডের পরিচালক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. সাইফুল ইসলাম বর্তমানে ঢাকায় থাকেন। সেখানে অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের পরিচালকও তিনি। আমরা ঢাকার এ ঠিকানায় পরোয়ানা জারি করেছি।
তিনি বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৪৪৪৫ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স রাশার গার্মেন্টস ও পরিচালক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ২০০৭ সালের ১ নভেম্বর একটি অর্থঋণ মামলা হয়। পরের বছরের ২৯ সেপ্টেম্বর এ মামলায় রায় ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু তারা তা করেনি। ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত পেতে ২০০৯ সালের ২৮ মে একটি জারি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধ৬ বার্থ অপারেটরের টেন্ডার বাতিল
পরবর্তী নিবন্ধতিন প্রকল্পের গাড়ি ব্যবহার করতে পারছেন না প্রকল্প পরিচালক