রামু বিকেএসপিতে খাবার খেয়ে ১৩ শিক্ষার্থী অসুস্থ

রামু প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) কক্সবাজারের রামু আঞ্চলিক কেন্দ্রের ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে বর্তমানে সবাই সুস্থ আছেন। জানা গেছে, গত শুক্রবার রাতের খাবার খাওয়ার পর থেকে ওই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। বিকেএসপির কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আখিনুজ্জামান রুশু বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুরা এখানে আসছে। একটা নতুন জায়গায় আসছে, জায়গার সাথে খাপ খেতেও কিছুটা সময় লাগে। হয়তো কোথাও না কোথাও সমস্যা হয়েছে, যে কারণে ১০-১২ জন ছেলে অসুস্থ হয়ে গেছে। তিনি বলেন, অসুস্থ শিশুদের মধ্যে বেশির ভাগ সুস্থ হয়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন অন্যরাও শঙ্কামুক্ত। আমরা ধারণা করছি আবহাওয়াজনিত কারণে শিশুরা অসুস্থ হতে পারে। এছাড়া ক্রিকেট ও ফুটবল খেলে এমন ৮০ জন শিক্ষার্থী অস্থায়ীভাবে আছেন।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, শুক্রবার রাত থেকে অসুস্থ শিশুরা হাসপাতালে আসা শুরু করে। শুক্রবার ও শনিবার দুদিনে ১৩ জন শিশু ভর্তি হয়েছে। সেখান থেকে দুজন সুস্থ হয়ে চলে গেছে। অন্যদের অবস্থাও শঙ্কামুক্ত।

পূর্ববর্তী নিবন্ধনৌকার টিকেট পেয়ে বললেন ‘আমি প্রার্থী নই’!
পরবর্তী নিবন্ধটাকা যেখানেই পাচার হোক, বিএনপি ক্ষমতায় গেলে ফিরিয়ে আনা হবে