রামুতে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মার্চ, ২০২৪ at ৮:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের রামু থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। ২৬ মার্চ (মঙ্গলবার) বেলা সাড়ে ৩ টার দিকে এই অভিযান চালানো হয়।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নেতৃত্বে একটি টহল দল মরিচ্যা যৌথ চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিকে গোয়ালীয়া নামক স্থানে থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে।

এ সময় তার কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১.৫০৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

আটক পাচারকারী উখিয়া ঠাই পালং মোহাম্মদ হোসাইনের পুত্র হেলাল উদ্দিন (২০)। আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পুকুরে ভেসে উঠলো শিশু শিক্ষার্থীর লাশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর