রাফি স্মৃতি ক্রিকেট লিগ কাল শুরু

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব১৮) ক্রিকেট লিগ আগামীকাল ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় দিনের প্রথম খেলায় অংশ নেবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি এবং জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি। দুপুর ২টায় দিনের দ্বিতীয় খেলায় অংশ নেবে বাদশা মিয়া স্মৃতি সংসদ এবং উদীয়মান ক্রিকেট একাডেমি। লিগ শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল ২১ মার্চ বিকেলে সংস্থার এম এ আজিজ স্টেডিয়ামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চমকস ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মদ। তিনি জানান প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চমকস সভাপতি কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অকাল প্রয়াত ইরফানুল গনি রাফির পিতা বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর। এবারের লিগে অংশ নিতে ৩২ টি দল আবেদন করে। তবে চমকস ক্রিকেট কমিটি ২৪টি দলকে ৮টি গ্রুপে লটারীর মাধ্যমে নির্বাচন করেন। গ্রুপ লিগের খেলা শেষে ৮টি দল কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। এরপর সেমি ফাইনাল ও ফাইনাল খেলার দল নির্ধারণ করা হবে নক আউট পদ্ধতিতে। এবারের টুর্নামেন্ট টিটোয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট আয়োজনে বাজেট প্রণয়ন করা হয়েছে ৩ লক্ষ টাকা। কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে ম্যাচ সেরার পুরস্কার প্রদান করা হবে। চ্যম্পিয়ন এবং রানার্স আপ দলগুলোকে নগদ পুরস্কার সহ ট্রফি প্রদান করা হবে। কর্মকর্তারা জানান চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট গত দুই যুগেরও বেশি সময় ধরে নিয়মিত আয়োজন করে আসছে। জাতীয় দলে প্রতিনিধিত্বকারী চট্টগ্রামের অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছেন।

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ...স এর যুুগ্ম সম্পাদক ইবাদুল হক লুলু, নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল হাই জাহাঙ্গীর, যাহেদুর রহমান, ক্রিকেট কমিটির সদস্য নওশাদ আলম চৌধুরী, শাহ মাহফুজুর রহমান পল্লব, ইয়াছিন আরাফাত ও রেজাউল করিম ভূট্টো প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবন্দর কাপ অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ