রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব–১৮) ক্রিকেট লিগে নিজ নিজ খেলায় জিতেছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (জেসিটি) এবং মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি। দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় প্রথম খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ৮৫ রানে ও.আর নিজাম রোড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানের টার্গেট দেয়। জবাবে ও. আর. নিজাম রোড স্পোর্টিং ক্লাব সব উইকেটের বিনিময়ে মাত্র ৩১ রান করে। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন তানজির এবং সর্বোচ্চ ৬ উইকেট নেন আদিল।
ও.আর নিজাম রোড স্পোর্টিং ক্লাবের পক্ষে সর্বোচ্চ ১১ রান করে মিজানুর এবং সর্বোচ্চ ২ উইকেট নেন সিহাব। দিনের ২য় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি ১০ উইকেটে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। উদীয়মান ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ৩৬ রান করে। বৃষ্টির কারণে মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি ৫ ওভারে ১১ রানের টার্গেট পায়। এই সহজ টার্গেটে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি। বিজয়ী দলের পক্ষে ১১ রান করে সামি এবং ৫ উইকেট পায় অন্তর।