রানার্স আপের লড়াইয়ে শতদল

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপের ফাইটে নেই শতদল কিংবা অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। তবে লিগ রানার্স আপের লড়াইয়ে অনেক এগিয়ে গেছে স্টেডিয়াম পাড়ার দল শতদল। পরাজয় দিয়ে যদিও তারা লিগ শুরু করেছিল কিন্তু শেষ টানা চারটি ম্যাচে তারা জয় পেয়েছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শতদল ১-০ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে।
এ জয়ে শতদলের পয়েন্ট হয়েছে ৮ খেলা শেষে ১৫। তাদের আরেকটি খেলা বাকি আছে মুক্তিযোদ্ধার সাথে। অন্যদিকে গতবারের রানার্স আপ সিটি কর্পোরেশন গতকাল হেরে এবারের লিগ রানার্স আপের দৌড় থেকে ছিটকে গেছে। ৮ খেলা শেষে তারা ১২ পয়েন্ট পেয়েছে। নিজেদের শেষ খেলায় তারা ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে। রানার্স আপের লড়াইয়ে শতদলের পাশে আছে ব্রাদার্স ৮ খেলায় ১৫ এবং কোয়ালিটি ৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে। গতকাল খেলার ৯ মিনিটে এগিয়ে যায় শতদল। বক্সে শাকিল হোসেনের বাড়ানো থ্রু পাস ধরে লেফ্‌ট উইংগার দিদারুল ইসলাম আগুয়ান গোলকিপার উত্তম বড়ুয়ার ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন (১-০)। এ গোলের পর দু’দলই আক্রমণ প্রতি আক্রমণ করে খেলে। এ থেকে বেশ ক’বার সুযোগও পায় শতদল। ১৯ মিনিটে দলের সুমনের সেন্টার নিপুর হেড যুতসই হয়নি। ৩৪ মিনিটে সিটির বোরহানের শট শতদল স্টপার কামরান হেড দিয়ে রক্ষা করেন। এর পরপরই আবারো বোরহানের আচমকা শট শতদল কিপার বিদ্যুৎ পাঞ্চ করে বাঁচান। দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ প্রতি আক্রমণে ছিল। কিন্তু এ থেকে আর গোল বের করতে পারেনি দু’দলের কেউই। ৪৮ মিনিটে সিটির রাজনের সেন্টার থেকে বল পান ফাহিম। কিন্তু তার পা থেকে বল ছিনিয়ে নেন শতদল কিপার বিদ্যুৎ। খেলার ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় আকতারের দুর্দান্ত হেড মাঠের বাইরে গেলে মৌসুমে নিজেদের দ্বিতীয় পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করতে হয় সিটি কর্পোরেশন একাদশকে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ফেইথের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধআল্লামা ইয়াহইয়া হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি নির্বাচিত