রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে গুরু পূর্ণিমা ও ব্যাস পূজা

| বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

পাথরঘাটা রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে গতকাল মন্দির প্রাঙ্গণে শ্রী গুরু পূর্ণিমা ও ব্যাস পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ভোরে মঙ্গল আরতি, চতুষপ্রহরব্যাপী মহোৎসব, সমবেত প্রার্থনা, গুরু পূর্ণিমা ও ব্যাস পূজা নিয়ে আলোচনা। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনায় অংশ নেন পরম বৈষ্ণব বলরাম দাস, যশোদা নন্দন, নিবেদন, রগু দাস, রাধা দাসী, সীতা নাথ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবব্রত নাথ জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগস্টের মধ্যে উপজেলা, পৌরসভা ও সেপ্টেম্বরে জেলা সম্মেলন করতে হবে
পরবর্তী নিবন্ধমুক্তিতীর্থ খেলাঘর আসরের সম্মেলন