রাতে জিম্বাবুয়ে গেল টি-টোয়েন্টি দল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:২১ পূর্বাহ্ণ

অনেকটাই নতুন এক দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ দল। দলে নেই সিনিয়র কোন ক্রিকেটার। তামিমতো টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। সাকিব জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছেন আগেই। বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ এবং মুশফিককে। অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। কাজেই বলা যায় একেবারে তরুন একটি দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ দল। গতরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে সোহানরা। অবশ্য আগের দিন রাতে পাঁচজনের ছোট একটি বহর হারারের উদ্দেশ্যে যাত্রা করে। সেই দলে তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার ও হাসান মাহমুদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও। গতরাতে রওয়ানা হয়েছে দলের বাকি ক্রিকেটাররা। তবে দলের কোচিং স্টাফরা নিজ নিজ দেশ থেকে জিম্বাবুয়েতে পা রাখবে।
এদিকে বিসিবির খরচ কমানোর নীতির কারনে জিম্বাবুয়ে সফরেও নেই কোন নির্বাচক। সে সাথে নেই মিডিয়া ম্যানেজারও। কেবল ক্রিকেটার, কোচিং স্টাফ, ফিজিও, ম্যানেজার এবং সাথে টিম ডিরেক্টর। গতরাতে রওয়ানা হওয়া বাকি ক্রিকেটারদের সঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও গেছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর অনেকেই তিন দিনের বেশি বিশ্রাম পায়নি। রওয়ানা হতে হয়েছে আরেকটি সিরিজের জন্য। আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচ এবং ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট থেকে। পরের দুটি ম্যাচে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে তামিম ইকবাল বাহিনী। ওয়ানডে সিরিজ যেহেতু পরে তাই অধিনায়ক তামিম ইকবালসহ ওয়ানডে স্পেশালিস্টরা জিম্বাবুয়ে যাবেন আগামী ৩০ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের চূড়ান্ত বাছাই আজ
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে বিশাল টার্গেট দিচ্ছে শ্রীলংকা