রাজা মিয়া এন্ড সন্সের বিক্রয় মেলা উদ্বোধন

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:২২ পূর্বাহ্ণ

বাজাজ রি-সিএনজি অটোরিকশা গ্রাম রেজিস্ট্রেশন, রোজগার অফারসহ বিভিন্ন ইভেন্ট নিয়ে উত্তরা মোটরস লিমিটেড ও ডিলার রাজা মিয়া এন্ড সন্সের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বিক্রয় মেলা কর্ণফুলী থানার ক্রসিং মোড় রিভারভিও কমিউিনিটি সেন্টারের পাশে গতকাল উদ্বোধন করা হয়েছে। উত্তরা মোটরস লিমিটেড চট্টগ্রাম শাখার প্রধান শফিউর রহমানের সঞ্চালনায় মেলার উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ব্যবসায়ী আব্দুস সালাম কোম্পানি ও তরুণ উদ্যোক্তা ওয়াসিম আহমেদ মারুফ।
রাজা মিয়া এন্ড সন্সের স্বত্ত্বাধীকারী মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, এই মেলায় বাজাজ সিএনজি ক্রয়ে মালিক চালকদের জন্য বিশেষ আকর্ষণীয় ছাড় ছাড়াও বিভিন্ন অফার সমূহের মধ্যে উল্লেখযোগ্য গ্রাম রেজিস্ট্রেশনসহ গাড়ী বিক্রয়, রোজগার অফারে সেলাই মেশিন ফ্রি, ফ্রি সার্ভিসিং ক্যাম্প, নারী উদ্যোক্তা ও প্রবাস ফেরতদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। মেলায় আরো উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের সেলস ও মার্কেটিংয়ের মাহমুদুল হাসান ও ইঞ্জিনিয়ার সুশীল চাকমা, রাজা মিয়া এন্ড সন্সের ব্যবস্থাপক জালাল উদ্দীন, আব্দুল হাই, নিমরা এন্টারপ্রাইজের হিরো, শাহআলম, শুক্কুর, শফিক, মিঠু ও অন্যান্য সিএনজি অটোরিকশার মালিক, চালক এবং মেকানিকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আ. লীগ ইতিহাস বিকৃত করছে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ স্কুলছাত্রী