পেকুয়ায় দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ স্কুলছাত্রী

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মহিমা আক্তার নামে এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ওই ছাত্রীর চেহারা ঝলসে গেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এসিডে দগ্ধ স্কুলছাত্রী একই এলাকার কবির হোছাইনের মেয়ে ও উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আহত ছাত্রীর পিতা কবির হোছাইন জানান, আমার মেয়ে সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে টিভিতে খবর দেখার সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থায় বাড়ির জানালায় এসে এসিড ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ছাবের বলেন, রাত আনুমানিক আটটার দিকে একজন দগ্ধ স্কুলছাত্রীকে ভর্তি করানো হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেছি। এ বিষয়ে পেকুয়া থানার ওসি সাইফুর রহমানের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধরাজা মিয়া এন্ড সন্সের বিক্রয় মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির গর্ব ও অহংকার